কুড়িগ্রাম-৩ আসনে জয়ের আশায় আ.লীগ ও জাপা প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১২:০৯ পিএম, ২৫ জুলাই ২০১৮

কুড়িগ্রাম-৩ শূন্য আসনের নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ৮টায় ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক এমএ মতিন। এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণ ভোট হলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।

এছাড়া বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেন জাতীয় পার্টির প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার। ভোটকেন্দ্র থেকে বের হয়ে তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। তবে কিছু কিছু কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

জানা গেছে, উলিপুর ও চিলমারী উপজেলা মিলে ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে কুড়িগ্রাম-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ৪৭৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৫৯৮ জন।

ভোটকেন্দ্র ১৫৯টি এবং ভোটকক্ষ ৭৬৭টি। এরমধ্যে গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে ৬৯টি। কেন্দ্রগুলোতে ১৫৯ জন প্রিসাইডিং অফিসার, ৭৬৭ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১ হাজার ৫৩৪ জন পোলিং এজেন্ট নিয়োগ দেয়া হয়েছে।

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ, আইন শৃংখলা রক্ষা, অপরাধ দমন ও আচরণ বিধি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য স্ট্রাইকিং ফোর্সের ১৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে রংপুর র্যাব-১৩ এর ৩০টি টহল টিমে ৩৪৬ জন সদস্য, কুড়িগ্রাম-২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ১৩ প্লাটুন বিজিবির ২৬৩ জন জওয়ান এবং ২ হাজার ৩শ জন পুলিশ ও ২৫০ জন অস্ত্রধারী আনসার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

কুড়িগ্রাম-৩ আসনের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে অধ্যাপক এমএ মিতিন এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে ডা. আক্কাছ আলী সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১১ মে জাতীয় পার্টির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী একেএম মাইদুল ইসলামের মৃত্যুজনিত কারণে কুড়িগ্রাম-৩ আসনটি শূন্য হয়। এই আসনে গত ১০ জুন নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ৪ জুলাই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, কুড়িগ্রাম-৩ শূন্য আসনে নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নাজমুল হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।