রেল লাইনের পাশে অজ্ঞাত মরদেহ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০১:৩২ পিএম, ০২ আগস্ট ২০১৮

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারণ এলাকার জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রেল লাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শ্রীপুর ষ্টেশন মাষ্টারের কাছে খবর দেয়।

শ্রীপুর স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, শ্রীপুর রেল স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গাড়ারণ এলাকায় রেল সড়কের পাশে স্থানীয়রা এক যুবকের মরদেহ দেখতেন পেয়ে রেল বিভাগকে অবহিত করেন। পরে নিহত মরদেহ উদ্ধারের জন্য গাজীপুর রেল পুলিশকে খবর দেয়া হয়। তবে নিহত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি, তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও টি শার্ট। যুবকটির মাথায় আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় চলন্ত ট্রেন থেকে পড়ে তিনি নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে উপপরিদর্শক (এসআই) এসএম রাকিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্দেশে রওনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ওই বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের গাড়ারণ বাগানবাড়ী নামক স্থানে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন থেকে ছিটকে পড়ে এক যুবক নিহত হয়।

শিহাব খান/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।