ট্রাক্টরের ধাক্কায় নারী শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৯ আগস্ট ২০১৮

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক্টরের ধাক্কায় সুফিয়া বেগম (৩০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের রাখালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় উত্তেজিত লোকজন ট্রাক্টরসহ চালক মুরাদ হোসেনকে আটক করে পুলিশে সৌপর্দ করে। পরে তারা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখে। এতে এ রুটের দু’পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। ঘটনাস্থল পুলিশ গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, ট্রাক্টসহ চালককে আটক করাসহ সড়ক অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিহত সুফিয়া বেঙ্গল স্যু ফ্যাক্টরির শ্রমিক ও সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের বাসিন্দা। আটক মুরাদ রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার আব্বাস মিয়ার ছেলে।

কাজল কায়েস/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।