বাড়ি ফেরা হলো না বৃদ্ধার
প্রতীকী ছবি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার সকালে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাংগী বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সফুরা বিবি (৬০) হাওয়ালভাংগী গ্রামের সায়েদ আলী গাজীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় ভাড়ায়চালিত মোটরসাইকেল বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানা পুলিমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেল ও চালককে আটক করা হয়েছে।
আকরামুল ইসলাম/এএম/এমএস