পরকীয়ার জের ধরে গৃহবধূ খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ২৪ আগস্ট ২০১৮

যশোরে পরকীয়ার জের ধরে কল্পনা (৩৭) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। শুক্রবার রাত আটটার দিকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কল্পনা স্বামী পরিত্যক্তা।

তিনি যশোর উপশহর রজনীগন্ধ্যা তেল পাম্পের পেছনে দুই মেয়েকে নিয়ে একটি বাড়িতে থাকতেন। তার সাবেক স্বামীর নাম কাজী পলাশ। তার দুই মেয়ে পড়াশুনা করে। ধারণা করা হচ্ছে পরকীয়ার জের ধরে তিনি খুন হতে পারেন।

যশোর উপশহর পুলিশ ফাঁড়ির পুলিশ কনস্টেবল রেজা বলেন, পরকীয়ার জের ধরে খুন হয়েছে কল্পনা। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, ওই বাড়িতে মেয়েসহ তিনি ভাড়া থাকতেন। মেয়েরা পাশের ঘরে ছিল। তবে মেয়েরা বিষয়টি বুঝতে পারেনি বলে জানিয়েছেন।

যশোর কোতয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান জাগো নিউজকে বলেন, কে বা কারা ওই তাকে খুন করে বাড়িতে ফেলে রেখে গেছে। পুলিশ খুনিকে চিহ্নিত করে আটকের চেষ্টা চালাচ্ছে।

মিলন রহমান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।