মিরসরাইয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক যুবক (২৫) নিহত হয়েছেন। শুক্রবার (২৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ওয়াহেদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ডাকঘরের পূর্ব পাশে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হন ওই যুবক।
সীতাকুন্ড জিআরপি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জাগো নিউজকে জানান, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়। রাতে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এসআর/এমএস