সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:৩৮ এএম, ২৯ আগস্ট ২০১৮

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাশকতার পরিকল্পনায় বৈঠককালে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।

আটক জামায়াত-শিবির নেতাকর্মীরা হলেন- দাউদ আলী (৫৫), জাহাঙ্গীর হোসেন (৩৫), কুরবান আলী (৫০), কামরুল ইসলাম (৩০), আব্দুল জলিল (৫০), শাহাজাহান আলী (৪৫), জয়নাল শাহাজী (৩৮), শাহাজাহান হাজী (৪০), হেলাল আনছারী (৫০), জিয়াউর রহমান (৩৮), ওজিয়ার রহমান (৪৭), সিরাজুল ইসলাম (৬৫), মনিরুজ্জামান (৪৫), শফিকুল ইসলাম (৩৭), আব্দুল গফফার (৫৫)। তারা কলারোয়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মেদ জানান, নাশকতার পরিকল্পনায় বৈঠককালে তাদের আটক করা হয়। বিশেষ ক্ষমতা আইনের তিনটি মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

আকরামুল ইসলাম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।