বৃষ্টির জন্য হাজারো মুসল্লির বিশেষ নামাজ আদায়
কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রায় সাড়ে চার হাজারো মুসল্লি বৃষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করে দোয়া করেছেন। রোববার সকাল ১০টায় উপজেলার সদ্য বিলুপ্ত দাসিয়ারছড়ার কালিরহাট বাজার সংলগ্ন দাসিয়ারছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ বিশেষ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।
বর্ষার ভরা মৌসুমেও বৃষ্টি না হওয়ায় এ অঞ্চলের প্রধান ফসল রোপা আমন ধান নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার হাজারো কৃষক। তাই বৃষ্টির জন্য এই আয়োজন।
ছিটমহলের সাবেক নেতা গোলাম মোস্তফা, আলতাফ হোসেন, নুর আলম, জাকির হোসন ও মোফাজ্জল হোসেনসহ অনেকের নেতৃত্বে সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় সাড়ে চার হাজার মুসল্লি এ নফল নামাজ ও বিশেষ দোয়ায় অংশ নেন।
নাখারগঞ্জ মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সামচুউদ্দিন কাছেমি নফল নামাজ পরিচালনা করেন এবং নাখারগঞ্জ নুরানি ও হাফেজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের বিশেষ দোয়া পরিচালনা করেন।
নাজমুল হোসাইন/আরএআর/জেআইএম