খাবারের লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ
প্রতীকী ছবি
জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর গ্রামে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, মেলান্দহ পৌর এলাকার নয়ানগর গ্রামের আজিজুল হকের ছেলে সুমন রোববার বেলা আড়াইটার দিকে প্রতিবেশী ওই শিশুকে খাবারের লোভ দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে সুমন পালিয়ে যায়।
পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রাতেই মেলান্দহ থানায় মামলা করেছেন বলেও জানান ওসি।
শুভ্র মেহেদী/এফএ/জেআইএম