মাদারীপুরে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮

মাদারীপুরের শিবচর উপজেলা থেকে একটি কাটা রাইফেল ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার কাঁঠালবাড়ী ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ডাকাতির উদ্দেশ্য ছিল বলে পুলিশ জানায়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলা মুন্সীরহাট এলাকার মোহাম্মদ বেপারীর ছেলে নূর মোহাম্মদ, চান্দু শেখের ছেলে দেলোয়ার শেখ ও খালেক হাওলাদারের ছেলে সালাউদ্দিন হাওলাদার।

মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ প্রেস ব্রিফিং করে জানায়, শিবচর উপজেলার মুন্সীর হাট এলাকায় অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার আসামি নূর মোহাম্মদ ও দেলোয়ার শেখকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী উপজেলার হাজী জব্বার হাওলাদার কান্দি গ্রাম থেকে সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় সালাউদ্দিনের কাছ থেকে একটি কাটা রাইফেল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েকুজ্জামান বলেন, গ্রেফতারকৃতরা ডাকাতি মামলার আসামি। ডাকাতির জন্যই তারা অস্ত্র সংগ্রহ করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

এ কে এম নাসিরুল হক/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।