চার দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ ৬ জেলের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৬ জেলের গত ৪ দিনেও খোঁজ মেলেনি। জেলে পরিবার ও মৎস্যবন্দর মহিপুরে চলছে শোকের মাতম।

নিখোঁজ জেলেরা হলেন- মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামের আ. কাদের (৩৮), মাহাবুব (২৮), সাইফুল (২৫), ইব্রাহিম খান (২৫), চাকমইয়ার সিদ্দিক হাওলাদার (৩০) এবং বরগুনার খাকবুনিয়া এলাকার আল-আমিন (২৬)।

গত বুধবার সমুদ্রে এফবি ইলিয়াস নামের ট্রলারটি ডুবে যাওয়ার পর চারদিন পেরিয়ে গেলেও শনিবার পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

মৃত্যুর কবল থেকে ফিরে আসা ডুবে যাওয়া ট্রলারের মাঝি মনির জানান, জোরার বয়া এলাকায় ঝড়ের কবলে পরে আকস্মিক ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়ার সময় নিখোঁজ জেলেরা ট্রলারের কেবিনের ভেতরে থাকায় তারা বের হতে পারেনি। পরে তাদের ৭ জেলেকে ভাসমান অবস্থায় পেয়ে অপর একটি ট্রলারে বৃহস্পতিবার মৎস্য বন্দর মহিপুরে নিয়ে আসে।

মহিপুর বন্দরের আড়তদার মনিরুল ইসলাম জানান, নিখোঁজ জেলেদের এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায় নি। সমুদ্র উত্তাল থাকায় খোঁজ করতে যাওয়াও সম্ভব হয়নি।

কাজী সাঈদ/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।