মাদারীপুরে আবারও ৩ ইউনিয়নে ভাঙনের কান্না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮

গত দুই-তিন দিন ধরে পানি বৃদ্ধি পেয়ে মাদারীপুরে শিবচরের পদ্মা নদীর চরাঞ্চলে ৩টি ইউনিয়নে ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের শিকার হয়েছে শতাধিক ঘরবাড়ি। অনেকে আবার ভাঙনের ভয়ে ঘরবাড়ি নিয়ে অন্যত্রে চলে যাচ্ছেন। এনিয়ে চলতি বছর তিন-চার সপ্তাহের ব্যবধানে এই তিন ইউনিয়নে ৪টি স্কুল, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৫ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ভাঙনের মুখে রয়েছে গ্রামীনফোনের টাওয়ারসহ শত শত ঘরবাড়ি, ব্রিজ, কালভার্ট, স্কুলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।

জানা যায়, পানি বৃদ্ধি পেয়ে শিবচরের পদ্মা নদীর চরাঞ্চলের চরজানাজাত, বন্দরখোলা ও কাঠালবাড়ি ইউনিয়নে ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের শিকার হয়েছে শতাধিক পরিবার। ভুক্তোভোগী পরিবারগুলো পরিজন গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয় স্থলে চলে যাচ্ছেন। ভাঙনের তীব্রতা এতই যে বাড়িঘর, প্রয়োজনীয় জিনিসপত্র ও রেখে চলে যেতে বাধ্য হচ্ছেন। হুমকিতে রয়েছে চরজানাজাতে সোলার প্যানেল চালিত গ্রামীনফোন টাওয়ার, ব্রিজসহ শত শত ঘরবাড়ি।

Shibchar-Serious

গত ৩-৪ সপ্তাহে ৪টি বিদ্যালয় ভবন, ৫ শতাধিক ঘরবাড়িসহ চরজানাজাত ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক, খাসেরহাটের অর্ধশত দোকান ক্ষতিগ্রস্থ হলো। চরজানাজাত ইউনিয়নের মাধ্যমিক স্কুল চরজানাজাত ইলিয়াছ আহম্মেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়, আ. মালেক তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মজিদ সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দরখোলার ৭২নং নারিকেল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীতে বিলীন হয়। এতে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্কুলগুলো অন্যত্র সরিয়ে কোনোমতে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ বলেন, গত দুই-তিন দিনে শিবচরের চরাঞ্চলে পদ্মা নদীর ব্যাপক ভাঙন শিকার হয়েছে শতাধিক পরিবার। এনিয়ে চলতি বছর ৫ শতাধিক ঘরবাড়ি, ৪টি স্কুল, ইউনিয়ন পরিষদ, হাট-বাজারসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে।

এ কে এম নাসিরুল হক/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।