রাঙ্গাবালীতে ইয়াবাসহ মা-ছেলে আটক
ফাইল ছবি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক হাজর পিস ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টায় কোরালিয়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোরালিয়া এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
বাহেরচর এলাকার বাসিন্দা মাহিনুর বেগম (৩২) ও রাব্বি (১৮) সম্পর্কে মা-ছেলে। তাদের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/জেআইএম