মাদক মামলায় যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮

পটুয়াখালীতে একটি মাদক মামলায় রাজন ঘোষ (৩৫) নামে এক যুবককে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিততে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুলাহ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. আরিফুল হক টিটো ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. হুমায়ন কবির।

মামলার অভিযোগ, ২০১৬ সালে ১৮ ফেব্রুয়ারি র্যাব-৮ শহরের পুরান বাজার এলাকা থেকে ইয়াবাসহ রাজন ঘোষকে আটক করে পুলিশ। ওই ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে সদর থানা পুলিশের এসআই শাকিল মামলার ৩৫ দিন পরে আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। আজ সাত জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে সাত বছর সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।