খাবারে বিষক্রিয়ায় এক পরিবারের ১৪ জন অসুস্থ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী গ্রামে একই বাড়ির ১৪ জন খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে পাঁচ নারীসহ দুই শিশুকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন, সাহিদা (২২), রাহিমা (৬০), সানজিদা (৮), রেশমা (২৫), মীম (৯), জাহানারা (৩০) ও রাতুল (১০)। এছাড়া বাড়ি সংলগ্ন কমিউনিটি ক্লিনিকের চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিয়েছেন আক্রান্ত আরও সাতজন। এরা হলেন- মোরশেদা (৪০), রুশিয়া (৫০), সত্তার (৬০), সোহাগ (২৮), জোসনা (৪০), হালিমা (৫০) ও রিমা (১৮)।

আক্রান্তদের স্বজন রিয়াজ হাওলাদার জানান, তাদের এক স্বজন শনিবার মারা গেছেন। এরপর থেকে পড়শিসহ আত্মীয়-স্বজনরা খাবার সরবরাহ করে আসছিল। ওইসব খাবারের সঙ্গে রোববার ব্রয়লার মুরগির মাংস দিয়ে অসুস্থরা দুপুরের খাবার খান। এরপর রাত থেকে অনেকে বমি করতে থাকেন। সোমবার স্থানীয়ভাবে চিকিৎসা শুরু করেন। কিন্তু মঙ্গলবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়ভাবে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সাকমো) চিকিৎসকের কাছে আক্রান্তদের নিয়ে যান। সেখানে সন্ধ্যার পর ইনজেকশনসহ বিভিন্ন ওষুধ প্রয়োগ করলে সাতজনের অবস্থার অবনতি ঘটে। পরে রাতে তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক রেফায়েত হোসেন জানান, খাবারে বিষক্রিয়ার কারণে আক্রান্তরা চিকিৎসাধীন রয়েছেন। আতঙ্কের কিছুই নেই।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।