টকশোতে বক্তব্য দিতে গিয়ে জাপা নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

মাদারীপুর সদরের উপজেলার লেকেরপাড়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের নির্বাচন-সংক্রান্ত টকশো চলাকালে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন জাতীয় পার্টির (জাপা) মাদারীপুর জেলা শাখার সভাপতি জাকারিয়া অপু।

মঙ্গলবার তাকে প্রথমে মাদারীপুরের স্থানীয় নিরাময় হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

জাকারিয়া অপুর পরিবার জানিয়েছে, একটি টেলিভিশনের অনুষ্ঠান চলাকালে হৃদরোগে আক্রান্ত হন জাকারিয়া। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

মাদারীপুর জেলা জাতীয় পার্টির (জাপা) সহসভাপতি জহিরুল ইসলাম মিন্টু জানান, জাকারিয়া অপুর মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার শোক প্রকাশ করেছেন।

অপু ভাইয়ের মৃত্যুতে মাদারীপুর একজন দক্ষ, কর্মঠ ও বর্ষীয়ান নেতাকে হারাল। বুধবার জোহরের নামাজের পর পুরানবাজার বড় মসজিদ প্রাঙ্গণে জাকারিয়া অপুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।