মেঘনায় নামেননি লক্ষ্মীপুরের অর্ধলাখ জেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১১:১৯ এএম, ০৭ অক্টোবর ২০১৮

আজ ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশের ভরা প্রজনন মৌসুম। এজন্যই লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ২২ দিন ইলিশসহ সকল প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় মাছ শিকার, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণসহ বিক্রিও নিষিদ্ধ করেছে সরকার। এ আইন আমান্য করলে জেল অথবা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে। আর অভিযান সফল করতেই মধ্যরাত থেকে নদীতে নামেননি লক্ষ্মীপুরের অর্ধলক্ষাধিক জেলে।

অভিযান সফল করতে জেলা, উপজেলা প্রশাসন ও মৎস্যবিভাগের উদ্যোগে গত কয়েকদিন ধরে উপকূল, জেলে পল্লী, হাট-বাজারগুলোতে সচেতনতামূলক সভা, লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা সদর, রায়পুর, কমলনগর ও রামগতি উপজেলার মেঘনা এলাকায় মাছ ধরার কোনো নৌকা দেখা যায়নি। মা ইলিশ রক্ষায় নদীতে উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য অধিদফতর থেকে সর্তক অবস্থান নেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উপকূলীয় এ জেলায় প্রায় ৬০ হাজার জেলে রয়েছে। ২২ দিন মাছ ধরা থেকে বিরত রাখতে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিরতণ করবে সরকার। এছাড়াও প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা অভিযান সফল করতে লিফলেট, পোস্টার ও মাইকিংয়ের মাধ্যমে জেলেসহ সবার মধ্যে সচেতনতা সৃষ্টি, বরফ কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, অন্য কোথাও থেকে বরফ আসতে না দেয়া, নদী সংলগ্ন খাল থকে নৌকা বের হতে না দেয়া, মাছঘাট সংলগ্ন বাজারের নৌকা ও ট্রলারের জ্বালানি তেলের দোকান বন্ধ রাখাসহ নদীর মাঝে জেগে ওঠা চরের মাছঘাটগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

জেলা মৎস্য অফিস থেকে জানা গেছে, আশ্বিন মাসের বড় পূর্ণিমার আগের চার দিন, পূর্ণিমার দিন ও পরের ১৭ দিনসহ মোট ২২ দিন ইলিশের প্রজনন সময়। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ এসে মেঘনায় ডিম ছাড়ে। একটি বড় ইলিশ ২৩ লাখ পর্যন্ত ডিম ছাড়তে পারে। বেশি ইলিশ উৎপাদনের লক্ষ্যে নির্বিঘ্নে যাতে মা ইলিশ ডিম ছাড়তে পারে সে জন্যই ইলিশসহ সকল প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্লাহ বলেন, নিষেধাজ্ঞার এ ২২ দিন ইলিশের প্রজনন মৌসুম। মা ইলিশ যেন নির্বিঘ্নে ডিম পাড়তে পারে এজন্য নদীতে মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে। আর এই মা ইলিশ রক্ষা অভিযান সফল করতে পুলিশ, কোস্টগার্ড, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের অভিযান অব্যাহত থাকবে।

কাজল কায়েস/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।