কলাগাছের সঙ্গে শত্রুতা!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৯ অক্টোবর ২০১৮

ঝিনাইদহের কালীগঞ্জে শত্রুতা করে সাহেব আলী নামে এক কৃষকের ৭৮টি কলাগাছ কেটে দিয়েছে দৃর্বুত্তরা। সোমবার রাতে পৌরসভার বলিদাপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

কৃষক সাহেব আলী জানান, তিনি বলিদাপাড়া গ্রামের দুই বিঘা জমির এক পাশে ৩ মাস আগে ৯০টি কলাগাছের লাগান। কলাগাছগুলো অনেক বড় হয়ে হয়েছে। কয়েকদিন পর গাছে কলা ধরবে। সোমবার রাতে দুর্বৃত্তরা তার লাগানো ৭৮টি কলাগাছ মাঝ থেকে কেটে দিয়েছে।

তিনি অভিযোগ করেন, সোমবার দুপুরে বলিদাপাড়া গ্রামের আতাউর রহমানের ৮টি ছাগল তার কলাবাগানে প্রবেশ করে গাছ নষ্ট করে। এ সময় তিনি ৩টি ছাগল ধরে খোয়াড়ে দেন। এর প্রেক্ষিতে তারাই হয়তো রাতে এই কলাগাছগুলো কেটে দিয়েছে। এ বিষয়ে গ্রামের মাতব্বরদের কাছে ও থানায় অভিযোগ দেয়া হবে বলেও তিনি জানান।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, কলাগাছ কাটার বিষয়ে কেউ কোনো অভিযোগ থানায় দেয়নি।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।