আইপিইউ স্বাস্থ্য কমিটির সভাপতি পুনঃনির্বাচিত হাবিবে মিল্লাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৩ এএম, ১৭ অক্টোবর ২০১৮

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না ইন্টার পার্লামেন্টারিয়ান ইউনিয়নের (আইপিইউ) স্বাস্থ্যবিষয়ক কমিটির সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন হাবিবে মিল্লাত মুন্না এমপির ব্যক্তিগত সহকারী খালেদ মোশারফ শাওন।

এর আগে সোমবার (১৫ অক্টোবর) সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে আইপিইউর ১৩৯তম সম্মেলনে সর্বসম্মতিক্রমে তাকে দ্বিতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত করা হয়।

এছাড়া কমিটির সহ-সভাপতি পদে অস্ট্রিয়ার সংসদ সদস্য পেট্রা বায়ার, সদস্য পদে সুইডেনে উলরিকা কার্লসন, বেলজিয়ামের সিনেটর এলেন ডেকসমি, রোয়ান্ডার সিনেটর সেবুহোরা, আর্মেনিয়ার ক্যারেন এভাজিয়ান, উজবেকিস্থানের ওরাল এটা নিয়ান ও ডোমিনিক্যান রিপাবলিকের ভিক্টর সুরেজ নির্বাচিত হয়েছেন।

এর আগে ২০১৭ সালের অক্টোবর মাসে আইপিইউর সম্মেলনে প্রথমবারের মতো সংস্থাটির স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি।

ইউসুফ দেওয়ান রাজু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।