মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১৭ অক্টোবর ২০১৮
ফাইল ছবি

ঝিনাইদহ মহেশপুর উপজেলার মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. গোলাম আযম এ রায় দেন। তবে দণ্ডপ্রাপ্ত সবাই পলাতক রয়েছেন।

দণ্ডিতরা হলেন মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে সুজন, আইয়ুব আলীর ছেলে ইকরামুল শাহ ওরফে চেন্টু ও স্বরূপপুর এলাকার মৃত নিমাই সরকারের ছেলে কেষ্ট সরকার।

মামলার অভিযোগ, ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর গভীর রাতে মহেশপুর উপজেলার বেগমপুর এলাকা থেকে একটি নসিমনে তল্লাশি চালিয়ে ৮২ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। এসময় সুজন, চেন্টু ও কেষ্ট আটক করা হয়। এ ঘটনায় পুলিশ ওইদিন মহেশপুর থানায় তাদেরকে আসামি করে একটি মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

আহমেদ নাসিম আনসারী/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।