২২ হাজার ডলারসহ ধরা পড়লো যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ২১ অক্টোবর ২০১৮

ঝিনাইদহের মহেশপুরের সীমান্ত এলাকা থেকে ২২ হাজার ইউএস (মার্কিন) ডলারসহ তরিকুল ইসলাম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার সেজিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক তরিকুল মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে- একটি চক্র ভারত থেকে অবৈধভাবে মার্কিন ডলার নিয়ে বাংলাদেশে এসেছে। এরপর সেজিয়া বাজারে অভিযান চালিয়ে তরিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার স্যান্ডেলের ভেতর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২২ হাজার ডলার উদ্ধার করা হয়।

আটক তরিকুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

আহমেদ নাসিম আনসারী/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।