কুষ্টিয়ায় ট্রাকচাপায় গরু ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৮ নভেম্বর ২০১৮

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মজনু (৫৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মজনু তালবাড়ীয়া ইউনিয়নের নওদা শামুখিয়া গ্রামের বাসিন্দা।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে গরু ব্যবসায়ী মজনু গরুবোঝাই নসিমন চালিয়ে কুষ্টিয়া অভিমুখে আসছিলেন। এ সময় ঈশ্বরদীগামী একটি ট্রাক নসিমনটিকে চাপা দেয়।

স্থানীয়রা মজনুকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়।

আল-মামুন সাগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।