নির্বাচনের তারিখ পেছালে জাতি আশাহত হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৬ নভেম্বর ২০১৮

কমিশন ঘোষিত নির্বাচনের তারিখ পেছালে জাতি আশাহত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

শুক্রবার দুপুরে পটুয়াখালীর দুমকির আঙ্গারিয়ার নিজ বাড়িতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনী ট্রেন অনেকটাই এগিয়েছে, জাতীয় পার্টি তিনশ আসনের প্রস্তুতি নিলেও মহাজোটের বগিতেই থাকার সম্ভাবনা প্রায় নিশ্চিত। দুয়েক দিনের মধ্যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।

বিএনপি নির্বাচনে আসায় তাদের জয়ে কোনো প্রভাব পড়বে কি না এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচনের মাঠে কাউকে দুর্বল ভাবার সুযোগ নেই। তবে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

এর আগে বাদ জুমা বাবা মায়ের কবর জিয়ারত শেষে এলাকাবাসীর কাছে দোয়া চেয়ে কুশল বিনিময় করেন তিনি। এ সময় জেলা জাতীয় পার্টির সভাপতি সুলতান হাওলাদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।