গাড়ি চালানো অবস্থায় আখ খাচ্ছিলেন চালক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:২১ পিএম, ২২ নভেম্বর ২০১৮

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারে বাসের ধাক্কায় তাহের মন্ডল (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহের মন্ডলের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তাহের বাড়ি থেকে হেঁটে বাজারে যাচ্ছিলেন। এ সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের (গাড়ি নং যশোর-ব ১১০১১) একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়ির চালক গাড়ি চালানো অবস্থায় আখ খাচ্ছিলেন। এ সময় এ দুর্ঘনাটি ঘটেছে।

এ বিষয়ে শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার দুর্ঘটনার পর পালিয়ে গেছে।

ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।