পুনরায় মনোনয়ন পেলেন নিজাম হাজারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২৫ নভেম্বর ২০১৮

আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেলেন দলের ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক সাংসদ নিজাম উদ্দিন হাজারী। ফেনী সদর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র গ্রহণ করেছেন তিনি।

এদিকে নিজাম হাজারী দলীয় মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। জেলা ও উপজেলা শহরসহ প্রত্যন্ত অঞ্চলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছে দলীয় নেতাকর্মীরা।

নিজাম হাজারীর দলীয় মনোনয়ন পাওয়ার পর সোনাগাজীতে মিষ্টি বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। এর আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

উল্লেখ্য, এ আসনে সাবেক সাংসদ জয়নাল হাজারী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহানসহ বেশ কয়েকজন প্রার্থী আলোচনায় ছিলেন।

রাশেদুর হাসান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।