‘সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালালেই বিএনপির গা জ্বালা করে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ৩০ নভেম্বর ২০১৮

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচনকালে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার চেষ্টা করে। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালালেই বিএনপির গা জ্বালা করে, তাদের পক্ষে সাফাই গায়।

শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ আরও বলেন, বিএনপির এই ধরণের কার্যকলাপ প্রমাণ করে বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ডের নামে যদি সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করতে চায় সেটা সরকার বরদাস্ত করবে না বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।