সম্পদে শেঠ শিক্ষায় ফরহাদ এগিয়ে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০২:২৬ এএম, ০৪ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. সোলায়মান আলম শেঠ সম্পদে এগিয়ে থাকলেও বিএনপি মনোনীত প্রার্থী মো. শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ এগিয়ে আছেন শিক্ষায়। ফরহাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর আর সোলায়মান আলম শেঠের শিক্ষাগত যোগ্যাতা আইকম (উচ্চ মাধ্যমিক)। তবে সম্পদের পাশাপাশি আয়ের খাত বেশি মো. সোলায়মান আলম শেঠের।

নির্বাচনী হলফনামায় দেয়া তথ্যানুযায়ী, সোলায়মান শেঠের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা চলমান না থাকলেও বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদের কাঁধে মামলার বোঝা। তিনি ১১টি মামলা থেকে অব্যাহতি পেলেও বর্তমানে তার বিরুদ্ধে ৮টি মামলা বিচারাধীন এবং একটি মামলার কার্যক্রম স্থগিত রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

পেশায় ব্যবসায়ী জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান শেঠ বাড়িভাড়া থেকে বছরে আট লাখ ৬৪ হাজার, ব্যবসা থেকে আট লাখ ৭৩ হাজার ৫৫৯ টাকা এবং বন্ড, ঋণপত্র খাত থেকে পাঁচ লাখ ১০ হাজার টাকা আয় করেন।

হলফনামায় দেয়া তথ্যানুযায়ী, তার নগদ টাকার পরিমাণ এক কোটি ২৮ লাখ ২৬ হাজার ৫০০ টাকা আর বিভিন্ন ব্যাংকে জমা আছে দুই লাখ ৬১ হাজার ৩৫৪ টাকা। এছাড়াও সম্মানী ভাতা বাবদ তার বার্ষিক আয় ১২ লাখ টাকা।

হলফনামায় চারটি গাড়ির মূল্য হিসেবে ৬১ লাখ ৪৮ হাজার ৩৮০ টাকা, অরেজিস্ট্রিভুক্ত ৬টি কারের দাম এক কোটি ৭৫ লাখ ৮৬ হাজার টাকা এবং একটি মারসিডিজ কারের দাম ৭৬ লাখ টাকা উল্লেখ করেছেন তিনি।

চট্টগ্রাম ও খাগড়াছড়িতে পৈত্রিক সূত্রে প্রাপ্ত অকৃষি জমির দাম দেখানো হয়েছে ১৫ কোটি চার লাখ ৪৬ হাজার ৭৯৮ টাকা। অন্যদিকে বিভিন্ন ব্যাংকে চার কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ৮৩৩ টাকা দায় দেখানো হয়েছে হলফনামায়।

অপরদিকে বিএনপি প্রার্থী মো. শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদের বাড়িভাড়া বাবদ আয় ছয় লাখ ৪৩ হাজার ৩৭৫ টাকা। নিজের নামে সঞ্চয়পত্র/ব্যাংক আমানত রয়েছে দুই লাখ ২০ হাজার ৮০০ টাকার। পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগের পরিমাণ ২২ লাখ টাকা আর স্ত্রীর নামে সঞ্চয়পত্র রয়েছে ৪৫ লাখ টাকা। একটি মোটরগাড়ির দাম দেখানো হয়েছে ১২ লাখ টাকা। চাকরীজীবী স্ত্রীর বার্ষিক আয় পাঁচ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।

চট্টগ্রামে একটি দালানের দাম ৯৩ লাখ ৪০ হাজার টাকা ছাড়াও অকৃষি জমির দাম ১১ লাখ ১৩ হাজার ৭৭১ টাকা। অন্যদিকে স্ত্রীর রয়েছে ৯ লাখ টাকা মূল্যের অকৃষি জমি। ব্যবসায়িক পুঁজি পাঁচ লাখ ৪০ হাজার টাকা রয়েছে বলে উল্লেখ আছে হলফনামায়।

অন্যদিকে নিজের নামে ৩৮ লাখ ৯৪ হাজার ৯০৮ টাকার পাশাপাশি স্ত্রীর নামে ২৫ লাখ ছয় হাজার ৯৯০ টাকা নগদ রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন বিএনপি প্রার্থী মো. শহীদুল ইসলাম ভূঁইয়া।

মুজিবুর রহমান ভূঁইয়া/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।