বিদ্রোহী প্রার্থী হয়েও মাঠে নেই তিনি
মানিকগঞ্জ-১ আসনে মহাজোটের একক প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে লড়ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়। ধানের শীষের প্রার্থীর বাইরে তার প্রতিদ্বন্দ্বী নিজ দলের বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক। কিন্তু দলের বিদ্রোহী প্রার্থী হলেও তাকে মাঠে দেখা যাচ্ছে না।
মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে প্রতীক বরাদ্দ পর্যন্ত কোথাও তিনি উপস্থিত হননি। তার আত্মীয়-স্বজনরাই নির্বাচনের এসব কার্যক্রম সম্পন্ন করেছেন।
দলীয় সূত্র জানায়,মানিকগঞ্জ-১ আসনে ২০০৮ সালের নির্বাচনে এবিএম আনোয়ারুল হক আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ২০১৪ সালের নির্বাচনে তাকে বাদ দিয়ে আওয়ামী লীগ মনোনয়ন দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এম নাঈমুর রহমান দুর্জয়কে। জাসদ প্রার্থীকে হারিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এবার এই আসনে দুর্জয়, আনোয়ার ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বেশ কয়েকজন নেতা।
কিন্তু চূড়ান্ত মনোনয়ন পান দুর্জয়। এই সিদ্ধান্ত সবাই মেনে নিলেও বেকে বসেন আনোরুল হক। স্বতন্ত্র প্রার্থী হন। প্রতীক পান সিংহ। কিন্তু মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে প্রতীক বরাদ্দ দেয়ার দিন পর্যন্ত আনোয়ারুল হককে কেথাও দেখা যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। ঘনিষ্টজনরাও বলতে পারছেন না তিনি কোথায় আছেন।
আনোয়ারুল হকের প্রতীক বরাদ্দ নিতে আসা ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদও আনোয়ারুল হকের অবস্থান সম্পর্কে মুখ খুলেননি।
কেউ কেউ বলছেন, নেতাকর্মীদের রোষানলে পড়ার ভয়ে তিনি গা ঢাকা দিয়েছেন।
বি.এম খোরশেদ/আরএআর/আরআইপি