ছাতকে বিএনপি প্রার্থীর ভাইসহ গ্রেফতার ১৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:৩১ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পুলিশের অভিযানে বিএনপির ১৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান চৌধুরীর ভাই কুতুবুর রহমান চৌধুরী, বিএনপি নেতা সদরুল আমিন সোহান, সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, বিএনপি নেতা আজাদ রাব্বানী, আব্দুর রউফ, গাজী মিলটন, সাবেক মেম্বার কামাল হোসেন, ইসলাম ফিরোজ, জাহাঙ্গীর আলম, গৌছ মিয়া, সালেহ আহমদ, বাবুল আহমদ, আশরাফ আহমদ, তাইয়বুর রহমান ও আব্দুর রশিদ ভুট্ট।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, নাশকতার আশঙ্কায় তাদের গ্রেফতার করা হয়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।