যমুনায় দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮
ফাইল ছবি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন দুই শিশুসহ তিনজন। শুক্রবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শিবালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নরসিংদীর তারাবো এলাকার দেলোয়ার হোসেনের ছেলে তামিম (৯ মাস) ও মেয়ে তনয় (৩) এবং পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম এলাকার রফিকুল ইসলামের মেয়ে দিপ্তী (১৫) নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরিচা ঘাট থেকে পাবনার কাজীরহাট যাওয়ার পথে যাত্রীবাহী স্পিডবোটের সঙ্গে বিপরীতমুখী অপর একটি স্পিডবোটের মুখোমুখি সংর্ঘষ হয়। এ ঘটনায় নিখোঁজ হন চারজন। এর মধ্যে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো অন্যদের সন্ধান মেলেনি।

বি.এম খোরশেদ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।