পাহাড়ি রাস্তায় উঠতে গিয়ে দুই শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯
প্রতিকী ছবি

পার্বত্য খাগড়াছড়ির দুর্গম লক্ষীছড়িতে ট্রাক্টর উল্টে দুই জন নিহত হয়েছে। নিহতরা হলেন, তংতুল্যা পাড়ার মৌলাঙ মার্মার ছেলে ও পরিবহন শ্রমিক মেরাচা মার্মা (৩৫) ও মরনছড়ি এলাকার বাসিন্দা প্রভাত চাকমা (৩০) ।

এসময় বান্দরকাটা এলাকার কৃষ্ণ চাকমা (৩০) ও তংতুল্যা পাড়ার উচাই মার্মা (৩৬) আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

শনিবার বিকেলে জেলার লক্ষীছড়ি উপজেলার দুর্গম তংতুল্যা কার্বারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাহাড়ি রাস্তায় উঠতে গিয়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ট্রাক্টরে থাকা দুই শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়।

লক্ষীছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।