জোয়ারে পিরোজপুরের নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত
অতিরিক্ত জোয়ারের পানিতে উপকূলীয় অঞ্চলের বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার। পিরোজপুরের কঁচা, বলেশ্বর, সন্ধ্যা ও কালিগঙ্গা নদীর পানিতে প্লাবিত হচ্ছে এ সকল নদীর তীরবর্তী গ্রামগুলো।
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা, কলাখালী ও শারিকতলা ইউনিয়ন, জিয়ানগর উপজেলার পত্তাশী, বালিপাড়া ও পাড়েরহাট ইউনিয়ন, ভান্ডারিয়া উপজেলার তেলীখালী ইউনিয়ন, মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ও বড় মাছুয়া ইউনিয়ন, কাউখালী উপজেলার কাউখালী, চিড়াপাড়া ও আমড়াঝুড়ি ইউনিয়ন, নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভা এবং নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া, দেউলবাড়ী দোবরা এবং মালিখালী ইউনিয়নের অধিকাংশ গ্রামগুলো নদী তীরবর্তী হওয়ায় অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
জোয়ারের পানিতে প্লাবিত এলাকার লোকজন জানায়, নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। নদী তীরবর্তী এলাকায় বেড়িবাঁধ ভাঙা এবং কোথাও কোথাও বেড়িবাঁধ না থাকায় সহজেই প্লাবিত হচ্ছে নদীপাড়ের গ্রামগুলো। আর এর ফলে মারাত্মকভাবে ভেঙে পড়তে পারে ওই সকল এলাকার স্বাস্থ্য সেবা।
সোমবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চড়খালীর নদী তীরবর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পানিতে অধিকাংশ বাড়ির পায়খানা প্লাবিত হয়েছে। এর ফলে ওই সকল এলাকায় পানিবাহিত রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হাসান মামুন/এসএস