মূল্য তালিকা না থাকায় ভাই ভাই স্টোরকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০৭ মে ২০১৯

নওগাঁর মান্দা উপজেলার তিনটি ইটভাটা ও চারটি পলিথিনের দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার প্রসাদপুুর বাজারে ও বিজয়পুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসান।

এসএম হাবিবুল হাসান বলেন, পরিবেশ দূষণে বিজয়পুর এলাকার ঢোলপুকুর স্কুল সংলগ্ন হাজী শহিদুল ইসলামের মেসার্স শাপলা ব্রিকস নামে দুইটি ইটভাটাকে ১ লাখ টাকা এবং মেসার্স সীমানা ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Naogaon-Manda-1

এছাড়া প্রসাদপুর বাজারে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রয়ের দায়ে ফজলুল হকের হাজি স্টোরকে ৪ হাজার টাকা, কাজী ট্রেডার্সকে ৩ হাজার টাকা এবং বাজার মনিটরিংয়ের সময় মূল্য তালিকা না থাকায় ভাই ভাই স্টোরকে ২ হাজার টাকা ও মালেক স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি ইটভাটা ও চারটি পলিথিনের দোকানকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদফতরের পরিদর্শক মকবুল হোসেন, মান্দা থানা পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম। আর এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসান।

আব্বাস আলী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।