লক্ষ্মীপুর আ.লীগের দুই গ্রুপের রক্তারক্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:০১ পিএম, ১১ মে ২০১৯

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে মাছঘাট দখল ও আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছেন।

শনিবার সকালে যুবলীগ নেতা আক্তার হোসেনকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। এর আগে শুক্রবার আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ নেতাকর্মীর রক্ত ঝরেছে। এ নিয়ে গত দুইদিন ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলার ঘটনায় নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় উদ্বিগ্ন স্থানীয় লোকজন।

স্থানীয়রা জানান, উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাফ হোসেন হাওলাদার ও ইউনিয়ন কমিটির বর্তমান আহ্বায়ক ওসমান খাঁনের অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব চলছে। আলতাফ হোসেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। ওই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় আলতাফ হোসেনের নেতৃত্বাধীন ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে ওসমান খাঁনকে দায়িত্ব দেয়া হয়।

Lakshmipur

এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই ইউনিয়নের খাসেরহাটসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি আওয়ামী লীগের দুই গ্রুপের নেতাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে শান্ত থাকার জন্য নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, ওসমান খাঁনের অনুসারীরা সকালে খাসেরহাট এলাকায় যুবলীগ নেতা আক্তার হোসেনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আক্তার ওই এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি আলতাফ হোসেনে অনুসারী হিসেবে পরিচিত।

আলতাফ হোসেন হাওলাদার বলেন, ক্ষমতার দাপটে ওসমান খাঁনের অনুসারীরা আমাদের মাছঘাট ও নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এখন উল্টো তারা আমাদের বিরুদ্ধে অপ-প্রচার করছে। বিষয়টি আমি প্রশাসনের কর্মকর্তাদেরকে জানিয়েছি।

Lakshmipur

এ বিষয়ে ওসমান খাঁন বলেন, আলতাফ হোসেনের লোকজন দুই দফায় হামলা চালিয়ে আমাদের ১০-১২ জন নেতাকর্মীকে আহত এবং ৫-৬ জনের বাড়ি ও দোকান ভাঙচুর করেছে। অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। এসব ঘটনায় আমরা আইনের আশ্রয় নেব।

জানতে চাইলে রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। এসব ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি।

প্রসঙ্গত, রায়পুরের মেঘনা নদীর তীরের চান্দনা খালের মাছ ঘাট দখল নিয়ে আওয়ামী লীগের বিবদমান ওই দুই গ্রুপের সংঘর্ষ এবং খাসেরহাট দলের অস্থায়ী কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

কাজল কায়েস/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।