ঠিকাদারকে পেটালেন ইউপি চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ১৭ মে ২০১৯

লক্ষ্মীপুরে জুয়েল রানা নামে এক ঠিকাদারকে পিটিয়ে আহত করেছেন সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ মজিবুর রহমান। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার দিঘলী বাজারে এ বিক্ষোভ মিছিল করা হয়।

অভিযোগ উঠেছে, টেন্ডারে পাওয়া সড়ক উন্নয়ন কাজ বিক্রি না করায় ঠিকাদার জুয়েলকে বৃহস্পতিবার (১৬ মে) রাতে দিঘলী বাজার এলাকার নিজের অস্থায়ী কার্যালয়ে নিয়ে পিটিয়ে আহত করেন ওই চেয়ারম্যান।

আহত জুয়েল সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের কাঠালী গ্রামের নুর আমিনের ছেলে। তিনি মেসার্স রুবিনা ট্রেডার্সের স্বত্বাধিকারী। তার গলায় জখম ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন দিঘলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মনোয়ার হোসেন মঞ্জু। এতে শতাধিক এলাকাবাসী অংশ নেয়।

প্রত্যক্ষদর্শী ও আহত জুয়েল জানান, লক্ষ্মীপুর স্থানীয় সরকার প্রকৌশলীর (এলজিইডি) আওতায় দিঘলী ইউনিয়নের রোশামিয়া চেয়ারম্যান বাড়ি থেকে পন্ডিতের হাট পর্যন্ত ৬৪০ মিটার সড়ক উন্নয়ন কাজ লটারির মাধ্যমে টেন্ডারের পায় মেসার্স রুবিনা ট্রেডার্স। এরপর ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জুয়েল রানাকে ইউপি চেয়ারম্যান শেখ মজিবুর রহমান কাজ বিক্রি করতে চাপ দেন। এতে কর্ণপাত না করে জুয়েল সড়ক সংস্কার কাজ শুরু করেন। এনিয়ে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। বৃহস্পতিবার তিনি গ্রাম পুলিশ দিয়ে কাজ বন্ধ করে দেন। রাতে তিনি জুয়েলকে নিজের কার্যালয়ে ডেকে নেন। কথা কাটাকাটির একপর্যায়ে কার্যালয়ের দরজা বন্ধ করে তাকে বেদম পিটিয়ে আহত করা হয়।

এ ব্যাপারে কথা বলতে দিঘলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ মজিবুর রহমানের মুঠোফোনে একাধিক বার কল করেও তাকে পাওয়া যায়নি।

কাজল কায়েস/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।