কাউখালীতে ৭ হাজার কেজি অবৈধ পলিথিন উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

পিরোজপুরের কাউখালী উপজেলা শহরের দক্ষিণ বন্দরের পাঁচটি গুদামে মজুদ সাত হাজার কেজি অবৈধ পলিথিন উদ্ধার করে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। সোমবার র‌্যাব-৮ এক বিশেষ অভিযান চালিয়ে এসব পলিথিন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৮ থেকে ২০ লাখ টাকা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর ডিএডি আনোয়ার হোসেন ও ডিএডি মো. শাহরিয়ার নেতৃত্বে একটি চৌকষ দল পিরোজপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহীনের উপস্থিতিতে দিনভর অভিযান চালানো হয়। অভিযানকালে কাউখালী দক্ষিণ বন্দরের পলিথিন ব্যবসায়ী কালাম, শাহাদাত হোসেন ও হান্নানের পাঁচটি গোডাউন থেকে প্রায় ১৮/২০ লাখ টাকার অবৈধ পলিথিন উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত পলিথিন দক্ষিণ বাজার চিরাপাড়া নদীর চরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিবেশ ও সংরক্ষণ আইনের ১৫/১১৪ এর `খ` ধারা মোতাবেক প্রত্যেক ব্যবসায়ীকে ৫০০০ টাকা জরিমানা করেন।

হাসান মামুন/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।