চাক্তাই ভেড়া মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২০ জুন ২০১৯

চট্টগ্রাম নগরের চাক্তাই ভেড়া মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (২০ জুন) বেলা ১১ টার দিকে আগুন নির্বাপণ কাজ শেষ করে ফায়ার সার্ভিস। এর আগে সকাল সাড়ে ৯টায় আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, ভেড়া মার্কেটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বেলা ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস। বেলা ১১ টার দিকে আগুন নির্বাপণ কাজ শেষ হয়।

এ ঘটনায় ক্ষয়ক্ষতি ও কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন একটি কমিটি গঠন করেছে। তারা তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবেন।

আবু আজাদ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।