পুলিশি বাধায় বিএনপির সমাবেশ পণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০২ জুলাই ২০১৯

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এসময় পুলিশি বাধায় এই কর্মসূচি পণ্ড হয়ে যায়।

এর আগে জেলা আইনজীবী সমিতির সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ শুরু করলে পুলিশ তাতে বাধা দিয়ে পণ্ড করে দেয়।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অহিদ সরোয়ার কালামের সভাপতিত্বে এ সময় জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটন, প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রমুখসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের প্রতি সরকারের ন্যূনতম দায়বদ্ধতা থাকলে মূল্য বৃদ্ধি করতে পারে না। তারা দ্রুত গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবি জানান।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।