১৪ দিন পর বান্দরবান-রোয়াংছড়ি সড়ক যোগাযোগ চালু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০২:২২ পিএম, ২২ জুলাই ২০১৯

১৪ দিন পর বান্দরবানের সঙ্গে রোয়াংছড়ির সড়ক যোগাযোগ সোমবার (২২ জুলাই) স্বাভাবিক হয়েছে।

জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সজিব আহমেদ জাগো নিউজকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, উপজেলার ৪, ৯, ও ১০ মাইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পাহাড়ের মাটি ধসে পড়ে দুই উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওই সড়ক থেকে মাটি সরানোর পর গতকাল (২১ জুলাই) পর্যন্ত হালকা যানবাহন চলাচল করার জন্য উপযোগী করা হয়। তবে আজ (সোমবার) সকালে সব ধরনের যানবাহন চলাচলের জন্য ওই সড়ক খুলে দেয়া হয়েছে ।

Bandarban-Road-1

স্থানীয়রা জানিয়েছেন, গত ৮ জুলাই থেকে টানা বর্ষণে বান্দরবান-রোয়াংছড়ি সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পাহাড়ের মাটি ধসে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের। বন্ধ হয়ে যায় দুই উপজেলার মধ্যে সরাসরি পণ্য পরিবহন।

সৈকত দাশ/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।