বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দোকান কর্মচারীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২৫ আগস্ট ২০১৯
প্রতীকী ছবি

দোকানের গোডাউন থেকে স্টিলের পাইপ নামাতে গিয়ে ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মানিক (২৪) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাংলা স্কুলমোড় এলাকায় মো. সফিউদ্দিনের জাপান গ্লাস হাউজের দ্বিতীয় তলার গোডাউনে এ দুর্ঘটনা ঘটে।

তিনি ওই দোকানের কর্মচারী ছিলেন। বাড়ি সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের আলকী গ্রামে। বাবার নাম মো. রতন মিয়া।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মানিক দীর্ঘদিন ধরে সফিউদ্দিনের দোকানে কর্মচারী হিসেবে কাজ করে আসছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ওই দোকানের দ্বিতীয় তলার গোডাউন থেকে এসএস পাইপ নামাতে গেলে গোডাউনের পাশের বিদ্যুতের তারের সঙ্গে সেই পাইপ লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

তারা আরও জানান, এ সময় আশপাশের লোকেরা মানিককে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. ছগীর মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রায় এক মাস আগে ওই দোকানের আরেক কর্মচারীও পাইপ নামাতে গিয়ে একই স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছিলেন। এ ঘটনায় তখন স্থানীয়রা ওই স্থান থেকে গোডাউন সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করলেও দোকান মালিক সেই অনুরোধ রাখেননি।

জুয়েল সাহা বিকাশ/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।