ভাঙ্গুড়ায় বোরাক কেড়ে নিল শিশুর প্রাণ
পাবনার ভাঙ্গুড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার (স্থানীয়ভাবে বোরাক নামে পরিচিত) ধাক্কায় বৃষ্টি নামের পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত বৃষ্টি ওই গ্রামের মো. বাবুর মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঙ্গুড়া-রাঙ্গালিয়া ডিপ টিউবয়েল সংযোগ সড়কের পাশে খেলা করছিল বৃষ্টি। এ সময় ভাঙ্গুড়া থেকে রাঙ্গালিয়াগামী একটি বোরাক গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে যায় এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়।
পরে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বোরাক গাড়িটিসহ চালক আব্দুল মান্নানকে আটক করে পুলিশে দিয়েছে।
এদিকে শিশু নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ কে জামান/এমবিআর/জেআইএম