শেরপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯
ফাইল ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিপক্ষের হামলায় জয়নাল আবেদীন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার উপজেলার জোলগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন তিনি। সোমবার ভোর ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত জয়নাল আবেদীন ওই গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে।

এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন একই গ্রামের রোমান মিয়া, ফাতেহা বেগম, আহেদ আলী ও সুলতানা বেগম।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর ছিদ্দিক জানান, জুলগাঁও গ্রামে ওয়ারিশের জমি নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় জয়নাল আবেদীন গুরুতর আহত হন। প্রথমে তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের স্ত্রী ছালেহা বেগম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

হাকিম বাবুল/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।