মেহেরপুরে ‘দুই দল সন্ত্রাসীর’ মধ্যে গোলাগুলি : নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৯:১১ এএম, ০৪ অক্টোবর ২০১৯

 

মেহেরপুরে ‘দুই দল সন্ত্রাসীর’ মধ্যে ‘গোলাগুলিতে’ ইসমাইল হোসেন বাক্কা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি চুয়াডাঙ্গার আকন্দবাড়ি গ্রামের মোল্লা পাড়ায়। বাবার নাম মৃত সাদেক আলী।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের সিরাজুল ইসলামের আমবাগানে এ ঘটনা ঘটে।

বারাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্বাস আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সদর উপজেলার নতুন দরবেশপুর এলাকায় গোলাগুলির শব্দ শুনে সেখানে যায় পুলিশ। পরে এলাকার একটি আমের বাগানে বাক্কা নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল দুই রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী নিহতের পরিচয় নিশ্চিত করে জানিয়েছেন তিনি সন্ত্রাসী ছিলেন। অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারাণা করা হচ্ছে।

আসিফ ইকবাল/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।