দিনাজপুরে ওসির স্ট্যান্ড রিলিজ, এএসপির বদলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ২৯ অক্টোবর ২০১৯

দিনাজপুরের কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রেদওয়ানুর রহিমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। একই সঙ্গে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকারকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এ দুই পুলিশ কর্মকর্তার বদলির বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম।

পুলিশ সুপার বলেন, কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রেদওয়ানুর রহিমকে তাৎক্ষণিক (স্ট্যান্ড রিলিজ) বদলির আদেশ জারি করা হয়েছে মর্মে আমাদের কাছে চিঠি আসে। তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এ পার্বত্য চট্টগ্রাম এলাকায় পোস্টিংয়ের নির্দেশনা পাওয়া গেছে।

অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকারের সাধারণ বদলি হয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে যোগদান করার কথা বলা হয়েছে।

কি কারণে তাদের বদলি হয়েছে এর কারণ জানাতে পারেননি পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানান।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।