পরকীয়া সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ 
প্রকাশিত: ০৩:০২ পিএম, ০৪ নভেম্বর ২০১৯
ফাইল ছবি

নারায়ণগগঞ্জের আড়াইহাজার উপজেলায় পরকীয়া সন্দেহে আমজাদ হোসেন নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী।  সোমবার সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের নৈকাহন এলাকায় এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় আমজাদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার রউফ মিয়ার ছেলে। আড়াইহাজার বাজারে দর্জির কাজ করেন আমজাদ। 

আমজাদের স্ত্রী সোনিয়া জানান, কৌশলে তিনি স্বামীর লিঙ্গ কেটে দিয়েছেন। স্বামীর পরকীয়া নিয়ে সন্দেহে তিনি এই কাজ করেছেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিব ইসমাইল ভূঁইয়া বলেন, আমজাদকে আমাদের কাছে নিয়ে আসলে আমরা তাকে দ্রুত ঢাকায় প্রেরণ করেছি। তার পুরুষাঙ্গ প্রায় দুই সেমি কাটা হয়েছে। 

আড়াইহাজার থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ঘটনার পর স্ত্রী সোনিয়া পালিয়ে গেছেন। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 

শাহাদাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।