মাদরাসার পাশে বোমা ফেলে গেল কারা?

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১০:০৮ এএম, ০৭ নভেম্বর ২০১৯

মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া মাদরাসার পাশে থেকে চারটি বোমা উদ্ধার করেছে পুলিশ। পরিত্যক্ত অবস্থায় বৃহস্পতিবার ভোরে বোমাগুলো উদ্ধার করে বালতির পানিতে রেখে প্রাথমিক নিষ্ক্রিয় করা হয়েছে। আতঙ্ক ছড়ানোর জন্য দুর্বৃত্তরা বোমাগুলো ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মানিকদিয়া এগারপাড়া দাখিল মাদরাসার পাশে বোমা পড়ে থাকার খবর পায় পুলিশ। হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের এএসআই শাকিল খান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি বোমা উদ্ধার করতে সক্ষম হন।

হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের এএসআই শাকিল খান জানান, আতঙ্ক সৃষ্টি করার জন্য বোমাগুলো দুর্বৃত্তরা রেখে গেছে বলে ধারণা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

আসিফ ইকবাল/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।