মেহেরপুরে অস্ত্র গুলি ও গান পাউডারসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১০:৪৬ এএম, ১৫ নভেম্বর ২০১৯

মেহেরপুরের গাংনীতে অস্ত্র, গুলি ও গানপাউডারসহ আব্দুর রহমান (৪২) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে উপজেলার হিন্দামাঠ পাড়া থেকে তাকে আটক করা হয়।

আব্দুর রহমানের বাড়ি গাংনী উপজেলার রংমহল গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, আব্দুর রহমান অস্ত্র গুলি ও গান পাউডার নিয়ে হিন্দামাঠ পাড়া এলাকায় অবস্থান করছে গোপন সূত্রে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাকে শুটারগান, দুই রাউন্ড গুলি ও চারশত গ্রাম গান পাউডারসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আব্দুর রহমানের বিরুদ্ধে গাংনীসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা ও তার সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক তাকে আদালতে সোপার্দ করা হবে।

আসিফ ইকবাল/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।