বান্দরবানে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৪:০০ এএম, ২২ নভেম্বর ২০১৯
ফাইল ছবি

বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় ঘটনা ঘটে।

নুরুল ইসলাম ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় ছনখোলা এলাকার মৃত মো. পাঠানের ছেলে।

নিহতের স্ত্রী খুইল্যা খাতুন ও ছেলে ছাবের আহাম্মদ জানান, সকাল ৮টায় বাড়ি থেকে একটি দা নিয়ে পাহাড়ে বাঁশের কঞ্চি (ছিবা) কাটতে যান নুরুল ইসলাম। সন্ধ্যা হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে পাহাড়ে যান।

অনেক খোঁজার পর বাম হাতির ছড়া এলাকায় একটি রাবার বাগানের পাশে তাকে মৃত পড়ে থাকতে দেখা যায়। তার শরীর থেঁতলানো ছিল। দেখেই বুঝা গেছে বন্যহাতি আক্রমণ করেছে। পরে তারা বিষয়টি লামা থানা পুলিশকে অবহিত করেন।

ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলমগীর চৌধুরী বলেন, গত কয়েকদিন আগে পার্শ্ববর্তী পূর্ব চাককাটা এলাকায় তিন বছর বয়সের একটি হাতির শাবককে হত্যা করার পর এলাকায় বন্যহাতির উৎপাত বেড়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, ফাঁসিয়াখালীর বাম হাতির ছড়ায় এক বৃদ্ধের মৃত্যুর সংবাদ শুনেছি। স্থানীয়রা বন্যহাতির আক্রমণে মৃত্যু বলেছে। তবে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত বলতে পারব।

সৈকত দাশ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।