এমপির বাসার পাশ থেকে ককটেল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০১:২০ পিএম, ২২ নভেম্বর ২০১৯

মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) সাহিদুজ্জামান খোকনের বাসার পাশ থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এগুলো উদ্ধার করে পুলিশ। বিষয়টিকে রাজনৈতিক হুমকি হিসেবে দেখছেন এমপি সাহিদুজ্জামান খোকন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলা শহরের থানা সড়কে এমপি সাহিদুজ্জামান খোকন ভাড়া বাসায় বসবাস করেন। এ ভবনের উত্তর দিকে আনুমানিক ১০০ ফুট দূরে ইটের গাদার কাছে লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি ককটেল দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ককটেল দুটি উদ্ধার করে।

meherpur

এ প্রসঙ্গে এমপি সাহিদুজ্জামান খোকন বলেন, রাজনীতিতে হুমকি ছিল, থাকবে এটা স্বাভাবিক। তবে বোমা রাখার বিষয়টি ছোটখাটো কোনো ব্যাপার নয়। এ নিয়ে আমরা চিন্তিত। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ করেন তিনি।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আসিফ ইকবাল/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।