পায়রায় ক্রেন থেকে মাথায় এঙ্গেল পড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:১১ পিএম, ২৯ নভেম্বর ২০১৯
ফাইল ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্রেন থেকে লোহার এঙ্গেল মাথায় পড়ে ইব্রাহীম খান তারেক (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে (২৯ নভেম্বর) এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম বরিশাল কোতোয়ালী থানার কালিজিরার খায়ের দিয়া হোগলা এলাকার আইয়ুব আলী খানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, সকালে তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ক্রেনের সাহায্যে লোহার এঙ্গেল স্থানান্তর কাজ চলছিল। এ সময় তারেক নিচে কাজ করছিলেন। এক পর্যায়ে ক্রেন থেকে স্লিপ করে লোহার এঙ্গেল নিচে পড়ে তারেক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক জানায় হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত হয়েছে।

কলাপাড়া থানা পুলিশের ওসি মো. মনিরুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।